আজ ১০ মহররম, বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে আশুরা
আজ আরবি বছরের মহররম মাসের ১০ তারিখ, সারা বিশ্বের মুসলিম দের জন্য অন্য তম একটি শোকাবহ ও তাৎপর্য পূর্ণ একটি দিন।
দেশ ব্যাপি নানান চলছে আনুষ্ঠানিকতার মধ্য পবিত্র আশুরা পালন। তবে অন্যান্য বছরের মত জমকালো because
আয়োজন করা হয়নি করোনার আক্রমনে, গত বছরের ন্যায় এবারও সীমিত পরিসরে পালন হচ্ছে শিয়া মতবাদের অন্যতম দিন পবিত্র আশুরা।
এই দিনে রোজা রাখার নিয়মও আছে। because
আশুরা উপলক্ষে রাস্ট্রপতি হামিদ খান and প্রধান মন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
আশুরার দিন হিসেবে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছেন। because
রাজধানী ঢাকায় বরাবরের মত হোসেনি দালানেও হয়েছে তাজিয়া মিছিল but
গত বছরের মতই স্বল্প পরিসরে দালানের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মনঃক্ষুণ্ন রয়েছেন।
আগামী বছর because অবস্থা ভাল হলে বড় আকারে আবার আগের মত জাকজমক ভাবে তাজিয়া মিছিল and
আয়োজন করা হবে বলে জানান হোসেনি দালানের কমিটির এক সদস্য। but
সকাল ১০’টার দিকে কালো লাল ও because সবুজ কালারের নিশান নিয়ে তাজিয়া মিছিল উত্তর গেট দিয়ে বের হয়ে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়,
এই সময় কালো পোশাক পরিহিত শিয়া সম্প্রদায়ের অনুসারীরা মিছিল চলা কালীন সময়ে হায় হোসেন হায় হোসেন বিলাপ করে
so শোকের মাতম করে পরিবেশ ভারী করে তুলে। because
হোসেনি দালানে বিভিন্ন because কার্যক্রম চলবে দুপুরে জুম্মার নামাজ পর্যন্ত।
যেখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন সকাল থেকেই,
পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও নজরদারি করতে দেখা গেছে।
মুসলিম ইতিহাসে হজরত মুহাম্মদ (সঃ) because এর নাতী হযরত ইমাম হোসাইন (র.)
১০ মহররমের দিনে এই দিনে ইসলাম কায়েম করে ন্যায় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইয়াজিদের সাথে কারবালার
ময়দানে যুদ্ধ করেন ও ইমাম হোসাইন (র.) সহ পরিবারের সবাই ইয়াজিদ সৈন্যদের হাতে শহীদ হন।
এছাড়াও দুনিয়া সৃষ্টির শুরু থেকেই ১০ মহররম অর্থাৎ আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ
ঘটনা ঘটেছে বলে মুসলিম উম্মাহদের কাছে এই দিন অনেক ফজিলতময়।