আপনার SSD নকল নয়তো! সহজেই জেনে নিন
দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার (ল্যাপটপ/ডেস্কটপ) তৈরিতে সবাই ssd ব্যবহার করছেন।
এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে ছেড়েছে কপি প্রোডাক্ট।
বিশেষ করে যে সকল ব্রান্ড সুনাম অর্জন করেছে, প্রতারকরা ঐ ব্রান্ডকেই টার্গেট করে।
বাংলাদেশের বাজারে ঘুরে দেখা গেছে wd (Western digital) ব্রান্ডের 120gb ssd
কপি প্রোডাক্ট দেধারছে বিক্রি হচ্ছে। বিশেষ করে যারা সামান্য কম মূল্য পেয়ে খুশি হচ্ছে তারাই ডুপ্লিকেট পণ্য পাচ্ছে।
টেক পণ্য কেনায় আমাদেরকে আরো সতর্ক হতে হবে।
আপনারা চাইলে পণ্য অরিজিনাল নাকি ডুপ্লিকেট তা যাচাই করতে পারেন।
নিচের লিংকটি তে প্রবেশ করে আপনার wd ssd বা hdd এর সিরিয়াল নাম্বার দিলেই জানতে পারবেন
সব তথ্য যেমন- উৎপাদন তারিখ, ওয়ারেন্টি ইত্যাদি। যদি পণ্যটি কপি হয় তবে কোনো তথ্য পাবেন না।
https://support-en.wd.com/app/warrantystatus
নিচের চিত্রে প্রদর্শিত অপশন গুলোতে প্রথমে আপনার পণ্যের মডেল ( পণ্যের গায়ে মুদ্রিত) দেশের নাম – চায়না দিবেন।